Header Ads

যে কোনো সিমের নেট চলবে গুলির থেকেও তেজ! শুধু একটি ট্রিক কাজে লাগান💡

কেমন আছেন সবাই?
জানি বেশি ভাল নেই কারন এখন যা নেটের অবস্থা।

অনেকদিন পর আজ

shuvorh.blogspot.com তে পোস্ট লিখতে বসলাম।
.
এই পোস্ট পড়ে আপনাকে আরো ভালো লাগবে ।
আজ আমি দেখাবো কিভাবে ইন্টারনেট স্পিড গুলির স্পিড এর মতো করতে পারবেন।
এমন ট্রিক আপনি কোথাও খুঁজে পাবেন না।
তো চলুন শুরু করা যাক।

আপনাদের প্রথমেই বলে রাখি যে সিমের নেট স্পিড আপনি বাড়াতে চান সেই সিমটি যেন আপনার Sim Slot 1 থাকে ।
যদি না থাকে তাহলে আপনি আপনার সিমটি Sim Slot 1 এ নিয়ে আসুন ।
এতে আপনার স্পিড আরোও বাড়বে এবং কোনো প্রকার সমস্যা পাবেন ।
দেখবেন কাস্টমার কেয়ার কল দিলে নেট অথবা অন্য সমস্যা বললেই তারা বলবে সিমটি Sim Slot 1 এ লাগাতে ।
এর কারনটাও স্বাভাবিক।

Step-1: APN Settings
প্রথমেই আপনি চলে যান আপনার Internet Settings এ যেখানে Access Point Name নামে অপশনটি আছে ।
অপশনটি পেয়ে গেলে New APN সেখানে ক্লিক করুন ।
ক্লিক করলে দেখতে পারবেন অনেক অপশন ,আমার স্কিনশট দেখে কাজ করূন ।

Name এর জায়গায় আপনার সিমের নাম দিন অথবা অন্য দিন চিন্তা নেই ।তবে APN এর জায়গায় internet লিখুন ।Server এ লিখবেন www.google.com

MMC & MNC যা আছে ওটায় থাকবে। APN Protocol এবং APN Roaming Protocol দুটায় IPv4/IPv6 করে নিন।

এখন যে জিনিস টা বলবো তা ভালো করে লক্ষ্য করুন।
এখন আরেকটু নিচে গেলে দেখতে পারবেন Bearer অপশন সেখানে আপনার Unspecified থাকবে সেখানে LTE,HSPAP,HSPA,GPRS করে নিন।
এরপর APN Settings টি সেভ করে নিন।তারপর সেটি ক্লিক করে Enable করূন ।

Step-2:
এরপর আপনার মোবাইলের ডায়াল পেড়ে গিয়ে টাইপ করুন *#*#4636#*#* এই কোড টাইপ করার সাথে সাথে আপনার সামনে এমনটি আসবে।অনেকের ফোনে এই কোডটি কাজ করে না ।তাদের জন্য নিচে ট্রিক আছে।

Phone Information 1 এ চলে যান।
সেখানে দেখতে পারবেন Set preference network type নামে যে অপশন আছে ওখানে আপনি LTE Only করে দিবেন ।আপনার এলাকায় যদি 4G না থাকে তাহলে LTE/WCDMA করে দিবেন।এরপর Run Ping এ ক্লিক করলে দেখতে পারবেন Pass লেখা আসবে।


এরপর একটু নিচে ক্রল করলে দেখতে পারবেন SMSC খালি ঘর আছে তার পাশে Refresh ক্লিক করার পর Update অপশন ক্লিক করবেন।
মনে রাখবেন প্রথমে Refresh অপশনে ক্লিক করতে হবে এরপর Update
এরপর আপনার কাজ শেষ ।
যাদের ফোনে কোডটি কাজ করে না তারা নিচে থেকে অ্যাপটি ডাউনলোড করুন।
Force LTE Only
এরপর অ্যাপটি অপেন করুন ।
Open করার পর আপনার সামনে একটি অপশন আসবে SIM 1 LTE/3G/2G Settings সেখানে ক্লিক করলে আপনার সামনে সেই অপশন আসবে যা কোড ডায়াল করলে আসে ।
এখন পূর্বের মত সব কাজ এক‌ই করূন।
যাদের যাদের MOBILE গেম খেলতে পিং এর জন্য সমস্যা.
Ping যথাযত কম পাবেন ।
যাদের নেট অন থাকার পর‌ও নেট ব্যবহার করতে পারছেন না তাদের সবার সমস্যা আর থাকবে না ।
চালাতে থাকুন হাই স্পিড এ।

ধন্যবাদ
ভুল ত্রুটি ক্ষমা করবেন

No comments

Theme images by fpm. Powered by Blogger.